Wellcome to National Portal
আইন ও বিচার বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০১৫

বিচার শাখা-৫

বিচার শাখা-৫ এর কার্যাবলীঃ

১)      সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের দপ্তর এবং অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/ দপ্তর হতে প্রাপ্ত চিঠিপত্র গ্রহণ, বন্টন ও মন্ত্রণালয়ের চিঠিপত্র সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ;

২)      মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা এবং এর সংযুক্ত/অধীনস্থ/মাঠ পর্যায়ের দপ্তর হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিবিধ স্টেটমেন্ট/রিটার্ণ/রিপোর্ট, ইত্যাদি প্রস্তুতকরণ এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ;

৩)      মন্ত্রী/প্রতিমন্ত্রীর সাথে যুক্ত নন-গেজেটেড কর্মচারীসহ কর্মচারীদের নূতন পদ সৃষ্টি, অস্থায়ী পদসমূহের মেয়াদ বৃদ্ধি বা স্থায়ী করা, নিয়োগ, বেতন-ভাতা নির্ধারণ, চাকুরী বহি লিপিবদ্ধ ও সংরক্ষণ, বদলি, ছুটি মঞ্জুর, দক্ষতা-সীমা অতিক্রম, পদোন্নতি এবং শৃংখলামূলক ব্যবস্থা;

৪)      কর্মকর্তা/কর্মচারীদের জমি ক্রয়, বাড়ি নির্মাণ, গাড়ি ক্রয়, পরীক্ষক হিসেবে নিয়োগ, পুস্তক প্রকাশের অনুমতি, শিক্ষা/শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানে খণ্ডকালীন বক্তৃতা প্রদানের অনুমতি সংক্রান্ত কার্যাদি;

৫)      সরকারি কাজে ব্যবহার্য ফরম ও স্টেশনারী দ্রব্যাদির তালিকা প্রস্তুত এবং ফরমস ও স্টেশনারী অফিস হতে তা সংগ্রহের ব্যবস্থা করা এবং সংগৃহীত দ্রব্যাদি বিভিন্ন শাখা/দপ্তরে সরবরাহ;

৬)      আসবাবপত্র ও স্টেশনারী দ্রব্যাদি ক্রয়ের ব্যবস্থা করা এবং ক্রয়কৃত আসবাবপত্র ও স্টেশনারী দ্রব্যাদি সংশ্লিষ্ট বিভিন্ন শাখা/দপ্তরে সরবরাহ;

৭)      পুরাতন আসবাবপত্র, ঘড়ি, কম্পিউটার, ফ্যাক্স, ফটোকপি মেশিন, প্রশাসনিক কাজে ব্যবহৃত গাড়ী, ইত্যাদি মেরামতের ব্যবস্থা;

৮)      মন্ত্রী/প্রতিমন্ত্রী, সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাগণকে সরবরাহকৃত সংবাদপত্র ও সাময়িকী বাবদ মূল্য পরিশোধের ব্যবস্থা;

৯)      সরকারি সফরে আগত ভিভিআইপি/ভিআইপি বিদেশী অতিথিদের জন্য প্রয়োজনীয় গাড়ী সংগ্রহসহ প্রটোকল কার্যাদি;

১০)      সম্ভাব্য খরচের অগ্রিম উত্তোলিত বিল পরিশোধের জন্য অনুমোদন দান বিষয়ক কার্যাদি;

১১)      মন্ত্রী/প্রতিমন্ত্রী/সচিব/উচ্চপদস্থ কর্মকর্তাগণের সফর সংক্রান্ত কার্যাবলী;

১২)      চতুর্থ শ্রেণীর সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য পোষাক, ছাতা ও জুতা সরবরাহের ব্যবস্থা;

১৩)      মন্ত্রণালয়/বিভাগ/সংশ্লিষ্ট কার্যালয়সমূহে সরকারি আদেশ, নির্দেশ, নোটিশ, ইত্যাদি প্রচার;

১৪)      পরিবহন পুল হতে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাগণের জন্য সরবরাহকৃত গাড়ী এবং প্রশাসনিক কাজে ব্যবহৃত গাড়ীর জ্বালানী সরবরাহ ও এর বিল পরিশোধ বিষয়ক কার্যাদি;

১৫)      মন্ত্রী/প্রতিমন্ত্রী/সচিবসহ প্রথম শ্রেণীর সকল কর্মকর্তার দাপ্তরিক ও আবাসিক টেলিফোন সংযোগের ব্যবস্থাসহ টেলিফোন বিল পরিশোধ করা, প্রাধিকার প্রাপ্তদেরকে মোবাইল সেটসহ প্রতিমাসে মোবাইল কার্ড সরবরাহ বা বিল পরিশোধের ব্যবস্থা;

১৬)    মন্ত্রণালয়ের কর্মকর্তাগণের অফিস ও বাসস্থানে সরকারি টেলিফোন মঞ্জুরী, ব্যক্তিগত নামে রূপান্তর/স্থানান্তর, ইত্যাদি;

১৭)    মন্ত্রণালয়ের শূন্য পদে লোক নিয়োগের নিমিত্ত সংস্থাপন মন্ত্রণালয় হতে ছাড়পত্র সংগ্রহের ব্যবস্থা;

১৮)    মন্ত্রী/প্রতিমন্ত্রী/সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণের বিদেশে গমন/প্রত্যাগমনের সময় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ব্যবস্থাসহ প্রটোকল প্রদান;

১৯)    বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরের চাহিদার পরিপ্রেক্ষিতে কমিটির জন্য প্রতিনিধি মনোনয়ন ও প্রেরণ;

২০)    মাসিক সমন্বয় সভাসহ মন্ত্রণালয়ের দাপ্তরিক প্রয়োজনে বিভিন্ন সভা/অনুষ্ঠান আয়োজন এবং সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা;

২১)    মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীগণের সচিবালয়ে প্রবেশের নিমিত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ী প্রবেশ পত্র এবং ঢাকায় অবস্থিত অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা/কর্মচারীগণের অস্থায়ী প্রবেশ পত্রের ব্যবস্থা করা;

২২)    সার্ভিস স্ট্যাম্প সংগ্রহ, ফ্যাক্স/ইন্টারনেটের বিল পরিশোধ, ইত্যাদি;

২৩)    মন্ত্রণালয়ের প্রশাসনাধীন দপ্তরের অনিস্পত্তিকৃত অডিট আপত্তি নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ;

২৪)    মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার ইন্টারকম সংযোগ প্রদানের ব্যবস্থা করা;

২৫)    সকল প্রকার নিয়োগ, পদোন্নতি, বদলি, দরপত্র বিজ্ঞপ্তি, চাকুরী বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ নোটিশ ও অফিস আদেশ, ইত্যাদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে  প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে প্রেরণ;

২৬)    শাখা সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ;

২৭)    ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।